একাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-১ আসনে বিজয়ী হয়ে আসার পর বুধবার (০২ জানুয়ারি) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
মোজ্জামেল হক বলেন, বিএনপির কর্মীরা ভাড়া করা নেতা পছন্দ করেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য জনগণ আমাদের ভোট দিয়েছে। এবার নির্বাচনে যুব সমাজের শতভাগ ভোট আমরা পেয়েছি। কারণ যুব সমাজ বুঝতে পেড়েছে শেখ হাসিনা সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা গত এক বছর ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ করেছি। দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আর বিএনপি সংগঠনের জন্য কোন কাজ করেনি। সবসময় দোটানায় থেকে নির্বাচন করেছে। ফলে নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।
ড. কামালের সমালোচনা করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াত ছিল সেটা তিনি জানতেন না। এতে বোঝা যায় ড. কামাল নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ছিলেন না।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
জিসিজি/জেডএস