ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সংরক্ষিত আসনে দুই দিনে আ’লীগের ১০৫৭ ফরম বিক্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
সংরক্ষিত আসনে দুই দিনে আ’লীগের ১০৫৭ ফরম বিক্রি সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে আসা নারীদের দীর্ঘ লাইন ছবি: ডিএইচ বাদল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দুই দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১০৫৭ জন। এর মধ্যে বুধবার মনোনয়ন ফরম কিনেছেন ৪৩১ জন।

সংরক্ষিত এই নারী আসনে যারা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে বুধবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ২৫০ জন ফরম পূরণ করে জমা দিয়েছেন।  

এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানান।



এদিকে সংরক্ষিত আসনের প্রতিটি ফরমের মূল্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী দুই দিনে ১০৫৭টি ফরম তিন কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা বিক্রি হয়েছে।

বুধবার যারা ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, আমাতুলকিবরিয়া কেয়া চৌধুরী,  রাশিদা বেগম, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, রোকেয়া প্রাচী, খালেদা আকতার রোজী, ওয়াশিকা আয়েশা খানম, মমতা হেনা লাভলী, অভিনেত্রী শমী কায়সার, চিত্র নায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, তারিন, রাজিয়া মুস্তফা, হামিদা আকতার মিতা, গুলশান আরা বেগম, শামীমা সুলতানা ঝর্ণা, তসলিমা হক, জেসমিন শামীমা নিঝুম, সুপ্রিয়া সুলতানা, কেয়া মাহবুবা বেগম, ফেরদৌসি সাঈদ তীথি, নার্গিস আকতার নীলা,  মোছা. শামসুন নাহার, শওকত আরা বেগম, রেবেকা সুলতানা, শাহীনা জেসমিন, আলেয়া বেগম, তানিয়া হক শোভা, রোকসানা পারভীন, সৈয়দা সাদিয়া সুলতানা প্রমুখ।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। জাতীয় সংসদের এই সংরক্ষিত ৫০ আসনে সংসদ (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

নিয়ম অনুযায়ী প্রতি ৬টি আসনের বিপরীতে যেকোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পাবে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের হিসেবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি ৪টি, জাতীয় ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

এই সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার এ ফরম বিক্রি শুরু হয়। প্রতিটি ফরমের মূল্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।  

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ফরম বিক্রির শেষ দিন। এই সময়ের মধ্যেই ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯ 
এসকে/এমজেএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ