ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
নরসিংদীতে সন্ত্রাসী হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে সন্ত্রাসী হামলায় আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রাজা মিয়া জনি (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।  

রাজা মিয়া জনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

এর আগে, বুধবার (২৮ আগস্ট) রাতে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃহস্পতিবার জনির ভাই শাহিন মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রজব আলীর ছেলে ছগির মিয়া (৩৫) ও কবির মিয়া (৩০) এবং  সেলিম খাঁর  ছেলে রমজান মিয়া (৩৫)।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ