ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ইবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা মিছিল শেষে সমাবেশে মিলিত হয় ইবি ছাত্রলীগের একাংশ, ছবি: বাংলানিউজ

ইবি: ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের একাংশ। নেতাকর্মীরা মিছিলে মোটা অংকের অর্থের বিনিময়ে নেতা হয়ে আসার অভিযোগে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পাশাপাশি সভাপতি রবিউল ইসলাম পলাশকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে উপস্থিত নেতাকর্মীরা অডিও কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসা বর্তমান ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কৃতকর্ম তুলে ধরেন। এসময় তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নেতা হয়ে আসা, নারী কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

পাশাপাশি তারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিছিলে ছাত্রলীগ নেতা জোবায়ের, অনিক, আবির, শাহজালাল ইসলাম সোহাগ, মোশাররফ হোসেন নীল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সদ্য পদত্যাগের নির্দেশ পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে জড়িয়ে ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবের অডিও ফাঁস হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন রাকিব।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ