ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির অমানবিক নির্যাতনের কথা মানুষ ভোলেনি: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বিএনপির অমানবিক নির্যাতনের কথা মানুষ ভোলেনি: নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপির আমলে অমানবিক নির্যাতনের কথা মানুষ ভোলেনি। ২০০১-০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকার ক্ষমতায়  থাকতে ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারাদেশে বোমাবাজি, আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর যে নৃশংসতা চালিয়েছে তা মনে করলে এখনও গা শিউরে ওঠে। তারাই আজ সরকারকে দানব বলছে। তাদের মুখে বর্তমান সরকারকে দানব বলা শোভা পায় না।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা ট্রমা সেন্টার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।  

নাসিম বলেন, হাওয়া ভবনের দুঃশাসনের কথা মির্জা ফখরুল সাহেবরা ভুলে গেলেও দেশবাসী ভোলেনি।

তাদের নেত্রী খালেদা জিয়াকে আইন-আদালতে মুক্ত করতে না পেরে চরম হতাশায় ভুগছে বিএনপি নেতাকর্মীরা। আর হতাশা থেকেই কর্মীদের উজ্জীবিত করতে তারা মাঠে আন্দোলনের কথা বলছে।

জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ-আল-ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ