ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সহযোগী সংগঠনের মর্যাদা পেল মৎস্যজীবী লীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
সহযোগী সংগঠনের মর্যাদা পেল মৎস্যজীবী লীগ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে মর্যাদা পেল মৎস্যজীবী লীগ। দলটির ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ বিষয়ে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। শনিবার তা পাস হয়।  

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলন অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।  

আওয়ামী লীগের সঙ্গে মৎস্যজীবী লীগের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না।

তবে গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের অনুমোদনে প্রথমবারের মতো সম্মেলন করে সংগঠনটি কমিটি তৈরি করে।

অন্যদিকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচজন সদস্য থাকবে।  

এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ