রোববার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গায় ব্যক্তিগত ‘ঈদ উপহার’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ভিডিও কনফারেন্সে মোহাম্মদ নাসিম বলেন, করোনা সংকটে সরকার ও দলের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন।
তিনি বলেন, এবারের ঈদ কোনো উৎসব নয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা মাত্র। ঈদের আগে ও পরের সাতদিন মক্কা-মদিনায় যেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে, সেখানে বাংলাদেশে এবারের ঈদকে উৎসব হিসাবে উদ্যাপনের সুযোগ নেই। অতি উৎসাহীরা বিলাসিতার জন্য মার্কেটে গিয়ে দুর্যোগ ডেকে আনছেন, যা সমাজ এবং দেশের জন্য ভয়ানক ক্ষতির কারণ হচ্ছে।
চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা ও সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৭, ২০২০
এনটি