ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে মানামা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বাহরাইনে মানামা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে প্রতিবাদ সমাবেশ করেছে ম‍ানামা মহানগর বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা, দেশব্যাপী গুম, খুন, হত্যা ও নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে তারা এ প্রতিবাদ সমাবেশ করে।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় দলীয় কার্যালয়ে মানামা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
 
মানামা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবদুর রশিদের সঞ্চালনায় ও মো. মোকবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান কেফায়াত উল্যা মোল্লা, বিএনপির উপদেষ্টা হামেদ কাজী হাসান, মানামা মহানগর বিএনপির উপদেষ্টা শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন,  সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন, প্রচার সম্পাদক শাহীন পাটোয়ারি, যুবদল সভাপতি মঞ্জুরুল আলম, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজী, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া, মানামা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আ. রশিদ, সহ সভাপতি নুরুল হক, সোহরাব হোসেন, মহসিন চৌধ‍ুরী রিপন, নাছির উদ্দীন, হাফেজ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতার ‘অপব্যবহার’ করে দেশে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে হত্যা করছে। বিএনপিকে নিঃশ্চিহ্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা।

তাই দেশ ও গণতন্ত্র বাঁচাতে এ ‘স্বৈরাচারী’ ও ‘অবৈধ সরকারকে’ ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ