বাহরাইন থেকে: একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ) রাত ৯টায় ওরিয়েন্টাল প্যালেস হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নূর।
মো. শাহজালাল ও এ কে এম গোলাম নুর মিলনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ,দাম্মাম,সৌদিআরব সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক,বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ ,আওয়ামী যুবলীগ সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু পরিষদ,দাম্মাম,সৌদিআরব সহ-সভাপতি কাজী আলী হায়দার,বঙ্গবন্ধু পরিষদ, দাম্মাম,সৌদিআরব উপদেষ্টা কাজী বশির আহমেদ,বঙ্গবন্ধু পরিষদ, দাম্মাম,সৌদিআরব যুগ্ন সাধারণ সম্পাদক কায়সারুল হক ,বাহরাইন আওয়ামী লীগ উপদেষ্টা কয়েছ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের ও আবদুল্লা আমির,নজির আহাম্মদ,সুমন,রনি প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে যখন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষতে পুড়িয়ে মারছে। অহেতুক হরতাল ,অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।
সভা শেষে দেশ জাতি মুসলিম উন্মাহ ও একুশের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫