ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল মান্নান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল মান্নান মোহাম্মদ আবদুল মান্নান

ঢাকা: ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান তৃতীয় মেয়াদের জন্য দায়িত্ব নিয়েছেন। তিনি ২০১০ সাল থেকে এ পদেই দায়িত্ব পালন করছেন।

 

সোমবার (৩০ মে) ব্যাংকটির অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানান।

এতে বলা হয়, মোহাম্মদ আবদুল মান্নান এশিয়া প্যাসিফিক ও ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ’দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন। তার নেতৃত্বে ইসলামী ব্যাংক ‘দ্য বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ’ মর্যাদা লাভ করে।

মোহাম্মদ আবদুল মান্নান ১৯৫২ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।