সূত্রমতে, ইতোপূর্বেই পেপালের সঙ্গে সোনালীর এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। সোমবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র সোনালী ব্যাংকে এসে পৌঁছেছে।
মূলত প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে পেপাল কার্যক্রম শুরুর উদ্যোগ। যার ধারাবাহিকতায় এই সাফল্য।
গত বছর যুক্তরাষ্ট্র সফরে পেপালের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেসময় প্রতিমন্ত্রী জানান, তাদের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করতে কৌশলগত দিক নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসই/আইএ