ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন  সম্মেলনের মঞ্চে অতিথিরা

ঢাকা: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের চলতি বছরের দুই দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১০৬টি শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানরা অংশ নেন।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম।  

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।  

এছাড়াও ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, মো. হাবিবুর রহমান প্রমুখ।

সম্মেলনে ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন ও আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।