এই উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম জানান, গত বছর রাজশাহী অঞ্চলে কর আদায় হয়েছিলো ১১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৫৭৫ টাকা।
এবারও রাজশাহীর আয়কর মেলায় ব্যাংকে অস্থায়ী বুথে আয়করের টাকা জমা/ই-পেমেন্ট, টিএনআই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিল সুবিধা থাকছে।
মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলার শেষদিন সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএস/ওএইচ/