ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

কারিগরি ত্রুটিতে স্থগিত অগ্রণী ব্যাংকের পরীক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
কারিগরি ত্রুটিতে স্থগিত অগ্রণী ব্যাংকের পরীক্ষা

ঢাকা: অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (অডিট) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কথা বলে হঠাৎই পরীক্ষা স্থগিত করা হয়।

নির্ধারিত শিডিউলে শুক্রবার (১০ নভেম্বর) সকালে কেন্দ্রে পরীক্ষা দিতে এসে চাকরিপ্রত্যাশীরা জানতে পারেন বাংলাদেশ ব্যাংক পরীক্ষা স্থগিত করেছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

জানা যায়, ৫০টি সিনিয়র অফিসার পদের বিপরীতে প্রায় ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।  

কিন্তু কারিগরি ত্রুটির কারণে ঢাকার দনিয়া কলেজ কেন্দ্রের প্রার্থীদের আসন পড়ে মিরপুর সরকারি গার্লস স্কুলে। এ অবস্থা জেনে পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।  

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (অডিট) পদের আজকের পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হলো। এ পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।  

বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত ঘোষণা করার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।