বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো ‘সনদপত্র সম্মাননা’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, সার্টিফিকেশন কোর্স ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিআইবিএম পরিচালিত ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম)’ এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস ( সিইটিএস)’ এই তিনটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৮১ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের পক্ষে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। মুডি’স অ্যানালিটিকসের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরি লিহাবি। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিআইবিএম’র পরিচালক (প্রশিক্ষণ) এবং সার্টিফিকেটশন প্রোগ্রামের পরিচালক ড. শাহ মো. আহসান হাবীব।
সভাপতির বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ব্যাংকিং খাতের কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসই/এমজেএফ