ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

মুদ্রানীতি ঘোষণা ৩০ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
মুদ্রানীতি ঘোষণা ৩০ জানুয়ারি

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার (৩০ জানুয়ারি)।

সেদিন বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ বলেন, মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন গর্ভনর ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, ডেপুটি গর্ভনর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন,২০১৯) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।