ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

প্রধানমন্ত্রীর হাতে ফায়ার সেফটি কুশন হস্তান্তর করলো ইউসিবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
প্রধানমন্ত্রীর হাতে ফায়ার সেফটি কুশন হস্তান্তর করলো ইউসিবি প্রধানমন্ত্রীর হাতে ফায়ার সেফটি কুশন তুলে দিচ্ছেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীসহ অন্যরা।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জন্য ফায়ার সেফটি কুশন হস্তান্তর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

রোববার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কাছে ইউসিবির পক্ষ থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জন্য ফায়ার সেফটি কুশন হস্তান্তর করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্নিদুর্ঘটনায় মানুষের নিরাপত্তায় ফায়ার সেফটি কুশন খুবই কার্যকর ভূমিকা পালন করবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ফায়ার সেফটি কুশন হস্তান্তর করলো ইউসিবি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।