ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রপ্তানির অর্থ আত্মসাৎ রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
রপ্তানির অর্থ আত্মসাৎ রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংক

ঢাকা: টেলিফোন ট্রান্সফার (টিটি) ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে ভুয়া ইমেইল বার্তা পাঠিয়ে রপ্তানি আয় ভিন্ন ব্যাংকে পাঠানো রোধে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি বৈদেশিক মূদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বিদ্যমান বৈদেশিক মূদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন- নেগোশিয়েশনের পাশাপাশি টেলিফোন ট্রান্সফার (টিটি) পদ্ধতিতে রপ্তানি মূল্য প্রত্যাবসনের ব্যবস্থা আছে।

সম্প্রতি টিটি ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার নিকট রপ্তানিকারণের নাম সম্বলিত ভুয়া ইমেইল আইডি হতে বার্তা পাঠানোর মাধ্যমে রপ্তানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা দেখা যাচ্ছে। । এধরনের জালিয়াতি রোধে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে আরও বেশি সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।