ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন একুশে পদক প্রাপ্ত লেখক, গবেষক ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া পরিষদের অন্যান্য সদস্যরাও যুক্ত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং তার কর্ম ও জীবনের ওপর আলোচনা করা হয়।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের একটি দল দেশাত্ববধক গান পরিবেশন করেন। অংশগ্রহণকারী সবাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গীকার করেন।
সোমবার ( ১১ জানুয়ারি) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এএটি