ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘স্বাধীনতার ৪২ বছরে যে ঘটনা ঘটেনি, এই অবৈধ সরকারের সময় তা ঘটেছে। অন্যান্য ব্যাংকে লুটপাঠের পর এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও চুরি হয়েছে।
রোববার (০১ মে) বিকেলে সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পহেলা মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘আপনাদের অনেক ঠিকানা আছে কিন্তু বিএনপির ঠিকানা একটাই, তা হলো বাংলাদেশ। খুন, গুম নির্যাতন করে এতো মানুষ খুন করছেন বিচার হয়নি। কিন্তু তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহই আপনাদের কঠিন বিচার করবে। ’
‘লেখক, ব্লগার ও মুক্তমনা মানুষদের হত্যাকাণ্ড সরকারের মদদেই হচ্ছে। তা না হলে তাদের কেন গ্রেফতার করা হলো না। সরকারের মদদ না থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না,’ বলেন তিনি।
আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির বিদায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আ স ম হান্নান শাহ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ প্রমুখ।
**‘৭ বছরে ৩০ হাজার কোটি পাচার করেছে আ’লীগ’
**অধিকার আদায়ে মাঠে নামার আহ্বান খালেদার
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ০১, ২০১৬
এমএ/