ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
খালেদার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার দুই মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ মে) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন, আব্দুল ওয়াহাব, বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল করিম, পল্লবী থানার সভাপতি শফিকুর রহমান মিল্টন, গুলশান থানার সভাপতি শফিকুল ইসলাম শাহীন, শিল্পাঞ্চল থানার সভাপতি মো. সোলাইমান এবং ঢাবি ছাত্রদলের সাবেক নেতা সর্দার মো. নুরুজ্জামান প্রমুখ।

রাজধানীর দারুস সালাম থানার দুই মামলায় বুধবার (১২ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দেয় পুলিশ। ২০১৫ সালের ০৪ ফেব্রুয়ারি ও ০৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।