ঢাকা: কমিশনের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসন্ন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রোববার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ড্যাব মহাসচিব ডা. জাহিদ হোসেন বলেন, বিতর্কিত ব্যক্তিদের দিয়ে একাধিকবার তফসিল ঘোষণা, সদস্য ফরম গ্রহণ, মনোনয়নপত্র বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এ বিষয়ে বিএমএ সভাপতি ও মহাসচিবকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় নির্বাচন বর্জন করছি।
তিনি অভিযোগ করে বলেন, অগণতান্ত্রিকভাবে বিএমএ এই নির্বাচন করছে। নির্বাচন বর্জন করে তিনি পুণরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/জিপি/বিএস