ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে বাধা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আয়োজিত খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আয়োজিত খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শাপলা চত্বর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কংচাইরী মগ, আইন বিষয়ক সম্পাদক আ. মালেক মিন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, সদর পৌর বিএনপির সভাপতি আ. রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।