বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আশাব্যক্ত করেন।
নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রের অভিভাবকের মতো আজকের বৈঠকে ক্ষমতাসীনদের এটা বোঝাতে ও প্রভাবিত করতে সক্ষম হবেন যে দেশে নিরপেক্ষ, যোগ্য ও সাহসী নির্বাচন কমিশন দরকার।
তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এ আলোচনা শুরু হয়েছে। প্রথমে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। আজ (বুধবার) আওয়ামী লীগের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
নজরুল বলেন, যে দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত না, মন্ত্রীরা জনগণের ভোটে নির্বাচিত নয়, সেই অদ্ভুত দেশে আমরা বসবাস করি।
মঈন উদ্দিন-ফখরুদ্দীনের অসাংবিধানিক ক্ষমতা দখলের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএসপিপির সহাসচিব এ জাহিদ হোসেন, কাউন্সিলর চৌধুরী আব্দুল-আল ফারুক, ড. অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জেডএফ/জিপি/এএ