ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিএনপি

ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেট বিএনপির স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেট বিএনপির স্মারকলিপি স্মারকলিপি দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম- ছবি: বাংলানিউজ

সিলেট: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেট বিএনপির নেতারা।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নিখোঁজের পাঁচবছর পূর্তিতে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের কাছে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি দিয়ে বেরিয়ে আসার পর সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বাংলানিউজকে বলেন, ইলিয়াস আলীকে পাঁচবছর ধরে গুম নামের কারাগারে বন্ধি করে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে দাবি, আমাদের নেতা ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় তার মা, স্ত্রী ও সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

স্মারকলিপিতে ইলিয়াস আলী ছাড়াও এই সরকারের আমলে গুম হওয়া সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ।

আরো ছিলেন- জেলা যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বিএনপি নেতা একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, বিএনপি নেতা লিলু মিয়ার চেয়ারম্যান, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, মুফতী নেহাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী মেম্বার, অ্যাডভোকেট কামাল হোসেন, ময়নুল হক, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, লায়েছ আহমদ, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনইউ/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।