পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ এপ্রিল (শনিবার) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়ক এবং এর আশপাশের এলাকায় সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দিকী বাংলানিউজ বলেন, একই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
তবে ১৪৪ ধারা জারির আগে থেকেই জেলা বিএনপির পক্ষ থেকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন শেরে-বাংলা পাঠাগারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মী সভার ঘোষণা দেয়া হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ একাধিক নেতা যোগ দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বিএনপির দুটি গ্রুপ একইস্থানে সভা-সমাবেশের ডাক দিয়েছেন। এক পক্ষে রয়েছে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নু ও অপরটির নেতৃত্ব রয়েছেন জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএস/জিপি/আরআই