ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

এরশাদের জোট আওয়ামী লীগ জোটের ‘বি’ টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
এরশাদের জোট আওয়ামী লীগ জোটের ‘বি’ টিম

কুমিল্লা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে তা আওয়ামী লীগেরই একটা অংশ। তারা ওই জোটের হিসেবেই কাজ করছে। এটা আওয়ামী জোটেরই ‘বি’ টিম। 

তিনি বলেন, গণতন্ত্রের জন্য বা আজকে যে মানুষের অধিকার হনন করা হচ্ছে, মানুষের ভোট নিরুদ্দেশ করা হচ্ছে- সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য বিএনপির যে আন্দোলন, এ ধরনের আন্দোলনের সঙ্গে নতুন জোটের কোনো সম্পর্ক নেই।  

সোমবার (০৮ মে) বিকেলে কুমিল্লার আদালতে ২০১৫ সালে বিএনপি জোটের আন্দোলনের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হন।

ওই ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী।  

এর আগে কুমিল্লা জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহর আদালতে বিস্ফোরক মামলায় এবং জ্যেষ্ঠ জুডিশিয়াল হাকিম সাইফুল ইসলামের আদালতে হাজির হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।  

আদালত এই দুই মামলায় তাদের উচ্চ আদালতের জামিন বহাল রেখে শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।