ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফখরুলের গাড়িবহরে হামলায় রাজশাহীতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ফখরুলের গাড়িবহরে হামলায় রাজশাহীতে বিক্ষোভ ফখরুলের গাড়িবহরে হামলায় রাজশাহীতে বিক্ষোভ- ছবি: বাংলানিউজ

রাজশাহী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে রাজশাহী মহানগর ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি মহানগর বিএনপির কার্যলয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগরের যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বিক্ষোব কর্মসূচিতে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন বাবলু, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৮ জুন (রোববার) সকাল ১০টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনা ঘটে। চট্টগ্রামের রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় রাঙ্গুনিয়ায় এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।