ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন রিজভী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন রিজভী

ঢাকা: লুটপাটের কারণে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডারগুলো এখন শূন্য প্রমাণ হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশের বর্তমান যে অবস্থা তাতে ৭৪ এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারও দরজায় নাড়া দিচ্ছে।’

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে।

বিভিন্ন এলাকায় বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত । এলাকার মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। প্রধানমন্ত্রী যদিও গতকাল বলেছেন-বানভাসীদের জন্য পর্যাপ্ত ত্রাণ আছে। বাস্তবে বানভাসী মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। কোনো কোনো এলাকায় খাদ্য, পানি বা চাল না দিয়ে খাওয়ার অনুপযোগী সামান্য কিছু গম দিচ্ছে, যে গম প্রচণ্ড বৃষ্টিতে শুকোতে কিংবা ভেঙে খেতেও পারছে না। এটি কি বানভাসী অসহায় মানুষদের নিয়ে উপহাস করা হচ্ছে?’

বিএনপির এ মুখপাত্রের অভিযোগ, ‘আসলে লুটপাটের কারণে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডারগুলো এখন যে শূন্য সেটি প্রমাণ হচ্ছে। আজকে গণমাধ্যমে আরেকটি খবর বেরিয়েছে-৫ লাখ টন লবণ আমদানি করবে সরকার। দেশের বর্তমান যে অবস্থা তাতে ৭৪ এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারও দরজায় নাড়া দিচ্ছে। ’

‘সরকার ২০০৯ সাল থেকে ক্ষমতা গ্রহণের পর থেকে গুম, অপহরণ, অবৈধভাবে আটক, বিচারবহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বেড়েছে’ অভিযোগ করে এ সংক্রান্ত ফিরিস্তি তুলে ধরেন রিজভী।

সম্প্রতি কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের দিনভর নিখোঁজ ও পরে উদ্ধারের বিষয়ে রিজভী সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘ফরহাদ মজহারের ঘটনায় এখন গোটা জাতি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এই ট্রমা শুধু ফরহাদ মজহারকেই আক্রান্ত করেনি, সারাদেশবাসীকেই করেছে। ফরহাদ মজহার অপহরণকে নিছক সন্ত্রাসীদের অপহরণ বলে চালানোর অপচেষ্টা করে সরকার ও দেশের আইন-শৃঙ্খলা বাহিনী যেসমস্ত অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে তা নাটকের যবনিকার অন্তরালে প্রকৃত ঘটনা ক্রমাগতভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে দেশবাসী মনে করে। ’ 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশে প্রতিটি জনপদে জনপদে, বাড়িতে বাড়িতে মৃত্যু ভয়, গুমের ভয়, অপহরণের ভয়, নিখোঁজের ভয়, বিনা বিচারে আটকের ভয় নিয়ে গভীর আশঙ্কায় মানুষ জীবন যাপন করছে। ’

সংবাদ সম্মেলনের শেষে রিজভী বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।