শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের গোগনগর এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট নুরুল কাজী সোহাগ সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপিকে শক্ত ও দক্ষ সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ঘরে বসে রাজনীতি নয়, পাড়া মহল্লা এলাকায় এসে রাজনীতি করতে হবে। কোনো একক নেতা নয়, শহীদ জিয়ার আদর্শে বিএনপি পরিচালনা করতে হবে। ’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপির ঐক্য করবে কে? যিনি দলের সিনিয়র নেতা ও মুরুব্বী তাকে উদ্যোগ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনাদের সম্মান করবে না তৃণমূলের নেতা-কর্মীরা। ’
সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজনের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চিন্তা নিয়ে রাজনীতি করার চেষ্টা বাদ দিন। আপনারা যদি ভবিষ্যতে এমপি-মন্ত্রী হন আমাদের কোনো লাভ নেই। আপনাদের চাকরি তৃণমূল করে না। এসব বাদ দিতে হবে। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার প্রধান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জিপি