শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করেছিলো বিএনপি’র নেতা-কর্মীরা।
তবে সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করতে গেলে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিজকে বলেন, শহরের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বিধায়, বিএনপিকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এমএস/জিপি