শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালনের কথা ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জিরোপয়েন্টে হাজির হন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় নগরীর বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) হোসেন সোহরাওয়ার্দী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ তাদের বাধা দেন। পুলিশের বাধার মুখে মানববন্ধন না করেই ফিরে যান বিএনপির নেতাকর্মীরা। তবে এ সময় মাত্র কয়েক মিনিট বক্তব্য রাখেন বুলবুল।
তিনি বলেন, ‘আজকে রাজনৈতিক কোনো কর্মসূচি ছিলো না। আমরা নির্যাতিত ও গৃহহারা রোহিঙ্গাদের প্রতি সমবেদনা ও তাদের পাশে দাঁড়াতে এসেছিলাম। মানবাধিকারের পক্ষে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু বাকশালী কায়দায় জনগণের কণ্ঠরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনির্বাচিত এ আওয়ামী লীগ সরকার।
তবে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, আগে থেকে অনুমতি না নেওয়ায় বিএনপিকে কর্মসূচি পালন করতে দেওয়া হয় নি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসএস/জিপি