ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের পথে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
যাত্রা বিরতি শেষে চট্টগ্রামের পথে খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ফেনী: যাত্রা বিরতি শেষে ফেনী সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেড়ঘণ্টা বিরতি দিয়ে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রওনা হন তিনি।

এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

খালেদা জিয়াও সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।  

এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ফেনী শহরে পৌঁছানোর আগে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে ১৫-২০টি গাড়ি। এসব গাড়ির বেশিরভাগই গণমাধ্যমের।  

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর ফতেহপুর এলাকার দেবীপুরে এ হামলা চালানো হয়। বহরে থাকা বিএনপির নেতারা বলছেন, ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার গাড়িবহর ফেনী এলাকায় প্রবেশ করার পর থেকেই সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় বহরে থাকা একাত্তর টেলিভিশনের সাংবাদিক হামলার ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা তার ক্যামেরাও ছিনিয়ে নিয়ে যায়’।

খালেদার আগমন উপলক্ষে সার্কিট হাউজে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রেহানা আক্তার রানুসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে গুলশান কার্যালয় থেকে রওনা হন খালেদা জিয়া।  

ফেনী সার্কিট হাউজে খালেদা জিয়া 

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএম/এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।