মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি গুলশান বাস ভবনে পৌঁছান। দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওয়ানা হয় খালেদার গাড়িবহর।
স্থানীয়রা জানান, মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বিপরীত পাশ থেকে যাচ্ছিল খালেদার গাড়িবহর।
রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা। সেদিন বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এরমধ্যে ওই ফেনীতেই গাড়িবহরে প্রথমবার হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএম/আইএ