শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
তিনি বলেন, প্রেসক্লাবে প্রোগ্রাম শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের চলমান আন্দোলনকে ব্যহত করতে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে।
নেতাকর্মীদের আটক করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও জানান তিনি।
পল্টন থানার সাব ইন্সপেক্টর নিশাত জাহান বাংলানিউজকে বলেন, বেলা ১২টার দিকে তাকে পল্টন মোড় থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পল্টন থানায় হাজতে রাখা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হক বাংলানিউজকে জনান, ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আকরামুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এএম/পিএম/বিএস