ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

বিএনপি

কুড়িগ্রামে পুলিশি বাঁধায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
কুড়িগ্রামে পুলিশি বাঁধায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ-মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পুরাতন শহরের ডায়াবেটিক মোড় থেকে একটি মিছিল বের করলে জাহাজমোড় এলাকায় গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে মিছিলটি। পরে সেখানে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ৯বার বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের জনগণের ওপর বোঝা চাপিয়ে নিজেদের আখের গোছাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।