ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বিএনপিতে কোনো মতানৈক্য নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘বিএনপিতে কোনো মতানৈক্য নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ‘বিএনপি নেতাদের মধ্যে অন্তঃকন্দোল রয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড। খালেদা জিয়া তাদের দলের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, রংপুর নির্বাচনে বিএনপির ভোট বেড়েছে আর আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।

জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।