সোমবার (১ জানুয়ারি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আয়োজিত ‘ছাত্র-গণজমায়েতে’ তিনি এ কথা বলেন।
আলাল বলেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রমূলক কোনোভাবে (বিচারাধীন মামলায়) সাজা দিলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী।
এদিকে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
তিনি বলেন, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নিবার্চন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না।
সরকার বেপরোয়া হয়ে লুটপাট ও দুর্নীতি করছে অভিযোগ করে শাহজাহান বলেন, মন্ত্রীরা নিজেরাই বলছেন সরকারের ভেতরে চোর আর ঘুষখোর ঢুকে গেছে। জনগণ এর প্রতিকার চায়। তাই আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, থানা বিএপির সভাপতি সলিম উল্যা বাহার হিরণ, শহর বিএনপির সভাপতি আবু নাছের, থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা কৃষক দলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুদ্দুহা মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এইচএ/