ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইউনাইটেড হাসপাতালের সিসিইউয়ে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
ইউনাইটেড হাসপাতালের সিসিইউয়ে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দীদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ইউনাইটেড হাসপাতালে ভর্তি ফখরুল

তিনি বলেন, সকাল ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব ও প্রেসার কমে যাওয়ায় মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ওই হাসপাতালের চিকিৎসক মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে মির্জা ফখরুলের চিকিৎসা চলছে বলেও জানান দীদার।

মির্জা ফখরুলের মা রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার সেখানে মাকে দেখতে যাওয়ার কথা ছিলো। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ারও কথা ছিল।

২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েকবার যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।