ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিস্ফোরক মামলায় বিএনপির ২০ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বিস্ফোরক মামলায় বিএনপির ২০ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনা: বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবদুল্লাহ্ আল হাবীব এ নির্দেশ দেন।  

আদালত সূত্রে জানা গেছে, দুপুরে আদালতে হাজির হয়ে মামলায় জামিন আবেদন করেন ওই ২০ নেতাকর্মী।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের (০৬ ফেব্রুয়ারি) কেন্দুয়া থানায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়।

ওই দুই আইনে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক মাহমুদের দায়ের করা মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ অনেকেকে আসামির করা হয়।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।