ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

রোববার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করেন নেতা-কর্মীরা।

মিছিলটি কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হলের মূল ফটকের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

বাধার মুখে এক পর্যায়ে নেতা–কর্মীরা চলে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেএম শহীদুল্লাহর নেতৃত্বে নগরের সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবির, মাহবুবুর রহমান পিন্টু ও খন্দকার আবুল হাসান লিমনসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।