ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৪ জন কারাগারে

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৪ জন কারাগারে পুলিশের গাড়িতে তোলার সময় হাত উঁচিয়ে দেখাচ্ছেন আমীর এজাজ খান

খুলনা: খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ ৪ নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

অন্য নেতাকর্মীরা হলেন- ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, নাজমুল হুদা চৌধুরী সাগর ও শেখ কামাল উদ্দিন।  

খুলনা সদর থানার পুলিশের ওপর হামলার অভিযোগের একটি মামলায় তারা রোববার (২০ মে) দুপুর ২টায় আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিন আবেদন করেন।

খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।  

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিনে খুলনা সদর থানা পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয় (নং-১২)। ওই মামলার এ চারজনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।