ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

দেশ ও গণতন্ত্র গভীর সংকটে: নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ৬, ২০১৮
দেশ ও গণতন্ত্র গভীর সংকটে: নজরুল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিল

ঢাকা: দেশ ও গণতন্ত্র আজ গভীর সংকটে নিপতিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

বুধবার (৬ জুন) নয়াপল্টনস্থ হোটেল সিগালে রাজনৈতিক নেতাদের সম্মানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার।

গণতন্ত্র শেষ, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই। শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা। এসবের বিরুদ্ধে খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে কারাবন্দি করা হয়েছে। একটি পরিত্যাক্ত কারাগারে বন্দি রয়েছেন তিনি। সেই কারাগারে আর কোনো কয়েদি নেই। তিনি অসুস্থ, তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছিলো ডাক্তাররা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি।

জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মহাসচিব এম এম আমিনুর রহমান, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ গোলাম আজগর, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপাও যু্গ্ম সম্পাদক আসাদুর রহমান, ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমীন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ।

ইফতারের আগে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন দলের সহ-সভাপতি মুফতি গোলাম রহমান।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।