ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার বিএনপির মিজানুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার বিএনপির মিজানুর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে গেফতার দেখানো হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ এনে দায়ের করা এ মামলায় মিজানুর রহমান ছাড়াও বিএনপির চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি (নম্বর-১৭) দায়ের করেন।

বুধবার (২৭ জুন) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, ডিবি পুলিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। পরে তাদের পাঁচজনকে ষড়যন্ত্রের মামলায় (জিসিসির নির্বাচন) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হলেন- আসাদ আলী, মোহাম্মদ জিন্নাত, জুনায়েদ হোসেন ও শফিকুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, মেজর (অব.) মিজানুর রহমান মিজান পূর্বপরিকল্পিত একটি গ্রুপ তৈরি করে গাজীপুরের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছিলেন। এজন্য মিজান চারজনের একটি গ্রুপ তৈরি করেন এবং গ্রুপের সদস্যদের হাতে বিশেষভাবে তৈরি ডিভাইস সম্বলিত হাতঘড়ি দেওয়া হয়।

এ বিষয়ে মিজানুর রহমান বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথাও বলেছেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন ডিবির কর্মকর্তারা।

গত সোমবার রাতে গুলশান-১ এর ৮ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির ৬০২ নম্বর ফ্লাট থেকে মিজানুরর রহমানকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আশুলিয়া থেকে বাকি চারজনকে বিশেষ ডিভাইস সম্বলিত হাতঘড়িসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
পিএম/ওএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।