ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জুলাই ১, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ বিএনপির বিক্ষোভ-মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে বিএনপি।

রোববার (১ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ-মিছিল হয়।

মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, ‘সকালে আমরা বিক্ষোভ-মিছিল করেছি। তবে এটা পূর্বঘোষিত কোনো কর্মসূচি নয়। চেয়ারপারসনের মুক্তির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে বিক্ষোভ করতে পারি। এতে কর্মসূচির প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, ‘আমিতো অনেকটা বন্দি অবস্থায় আছি। কাউকে বলে কয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই তখনই মিছিল করে আবার অফিসে চলে আসি। ’

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এমএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।