ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন ডেকেছেন।

সোমবার (০২ জুলাই) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
 
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ মোবাইল ফোনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও তার সুচিকিৎসার বিষয়টি সংবাদ সম্মেলনে গুরুত্ব পাবে।
 
অপর সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আগে বিকেল ৫টার দিকে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা গুলশানে বৈঠকে বসবেন। ওই বৈঠকে তিন সিটির নির্বাচন পরিস্থিতি, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে আলোচনা হবে।
 
বিএনপি নেতারা জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা চালাচ্ছেন বলেও একটি সূত্র জানিয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আনুষ্ঠানিক কোনো সাক্ষা‍ৎ না পাওয়ার সম্ভাবনাই বেশি। সাক্ষাৎ পেলেও সেটা হবে সৌজন্য ও অনানুষ্ঠানিক।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এটা মহাসচিবের বিষয়, তিনিই বলতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।