ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ভেদাভেদ ভুলে সিসিকে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
ভেদাভেদ ভুলে সিসিকে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান বিএনপির কর্মীসভা, ছবি: বাংলানিউজ

সিলেট: সব ভেদাভেদ ভুলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির জেলা ও মহানগরের নেতারা।

তারা বলেন, সব ভেদাভেদ ভুলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সিসিক নির্বাচনে সব ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  

বৃহস্পতিবার (০৫ জুলাই) সিলেট শহরতলীর খাদিম কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত কর্মীসভায় বক্তারা এ আহ্বান জানান।

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, অবৈধ সরকার গণতন্ত্রকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রমূলক মামলায় খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তার চিকিৎসার ব্যাপারে উদ্যোগ না নিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।  
এছাড়া সভায় মহানগর এবং ২৭টি ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন- জাতির বৃহত্তর স্বার্থেই দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে আমাকে নির্বাচন করতে হচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এ নির্বাচনে ধানের শীষের বিজয় বাকশালীদের বিরুদ্ধে জনতার চূড়ান্ত রায়ের বহিঃপ্রকাশ ঘটাবে। আমার দল উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আমাকে যে সুযোগ দিয়েছে তা পালনে আমি অঙ্গিকারাবদ্ধ।

মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন-মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, মুফতী বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল ফাত্তাহ বকশী, আমির হোসেন, উপদেষ্টা আহাদুস সামাদ, সৈয়দ বাবুল, ইসরাইল মিয়া, সাঈদুর রহমান বুদুরি, সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু।

এসময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল আজিজ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মুকুল মোর্শেদ, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা ইয়াসমিন গোলাপী, শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, পরিবেশ সম্পাদক আবুল কালাম, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, শিল্প সম্পাদক আব্দুল হাদী মাসুম, বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার মামুন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাহির, কৃষি সম্পাদক আব্দুল মান্নান পুতুল, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, অর্থনৈতিক সম্পাদক মোশতাক আহমদ, মুক্তিযোদ্ধা সম্পাদক লুৎফুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ-মহিলা সম্পাদিকা মিনারা হোসেন, সহ-অর্থনৈতিক সম্পাদক সোহেল বাসিত, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।