ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নবাবগঞ্জে যুবদলের ২ নেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
নবাবগঞ্জে যুবদলের ২ নেতা আটক

নবাবগঞ্জ, ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পবন মাহমুদ (৩৮) ও উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. পল্লব (৪২)।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন বাংলানিউজকে জানান, চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার সময় শুরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আটকরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।  

আটক পবন মাহমুদ বাংলানিউজকে জানান, তিনি শুরগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে একটি দোকানে চা পান করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।