ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জেলগেট থেকে ফিরে গেলো মহিলা দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জেলগেট থেকে ফিরে গেলো মহিলা দল জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন

ঢাকা: কারাবান্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে জেলগেট থেকে ফিরে গেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা।

বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহার দিন বেলা ১২টার দিকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশের চেষ্টা করেন মহিলা দল নেত্রীরা। এ সময় পুলিশের বেরিকেডের কারণে তাদেরকে ফিরে যেতে হয়।

মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক রোকেয়া চৌধুরী বেবী বাংলানিউজকে বলেন, আমরা ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের মাক্কুশাহ মাজার মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। সেখানে কাঁটাতারের বেরিকেড থাকায় আমরা সামনের দিকে এগোতে পারিনি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ শতাধিক নারী নেত্রী পুলিশ বেরিকেডে পড়ে ফিরে যান। তারা তাদের নেত্রী কারাবন্দি খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। কেউ কেউ খালেদা জিয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে গেলেও তা দিতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।