ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শৃঙ্খলা ভঙ্গে খুলনায় ছাত্রদল নেতা সৈকত বহিষ্কার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
শৃঙ্খলা ভঙ্গে খুলনায় ছাত্রদল নেতা সৈকত বহিষ্কার

খুলনা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং তৃণমূলের কর্মীদের ওপর হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান তাজনুর তাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। একই অভিযোগে সদ্য ঘোষিত ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত মোল্লাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তারা এ বিবৃতি দেন।

 

একই সঙ্গে ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত ফরহাদ হোসেন, মনিরুল মোল্লা, তৌফিক, রাসেল ও কালামকে বহিরাগত, সন্ত্রাসী ও দুর্বৃত্ত আখ্যায়িত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আর তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।  

গত সোমবার রাতে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে নতুন কমিটির নেতারা ডমুরিয়া সদরে সমবেত হলে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় ইরফান গাজী, অনিক, তামিম, মেহেদী ও ইভান আহত হন। গুরুতর আহত ইরফানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টা অচেতন থাকার পর তার জ্ঞান ফিরলেও অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।